রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্র ও বিদেশি মদ-ইয়াবাসহ নারী গ্রেফতার
Avatar
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর মাদক উদ্ধার অভিযানে বিদেশি মদ-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর হাতে গ্রেফতারকৃত জমিলা খাতুন একই এলাকার মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের স্ত্রী।

সেনাবাহিনীর ইটনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইটনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১৮ বোতল বিদেশী মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১ টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেন। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন আবরার, ইটনা থানার পুলিশের একটি দল ও সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান শেষে সেনাবাহিনী জমিলা খাতুনকে উদ্ধারকৃত মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করেছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ