রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
ঘোড়ার গাড়িতে চড়ে সুন্নতে খতনায় দুই ভাই
এসকে রাসেল
/ ৩০৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুর থেকে সাগর মিয়া: ঘোড়ার গাড়িতে বসে আছে দুই ভাই।একভাইয়ের নাম আতিক। বয়স মাত্র ছয়। আরেক ভাইয়ের নাম সোহান। তার বয়স ৪ মাত্র চার। দুজনের মাথাতেই পাগড়ী আর  পড়নে বাহারী ডিজাইনের পাঞ্জাবি পায়জামা।

ঘোড়ার গাড়ির সামনে আবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন৷ সাথে বাশিঁ আর ঢাকের সুর৷ শুধু তাই নয় ঘোড়ার গাড়ি আর লাঠি খেলা নিয়ে তারা ঘুরলেন পুরো গ্রাম।

এমনই উৎসবমূখর পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যতিক্রমী আয়োজনে দুই ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করা হয়। হোসেনপুর পৌরসভার ৬ নং ঢেকিয়া গ্রামের মো. আলাদিন মিয়া এরকমই এক আয়োজন করে বসলেন তার দুই ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যা দেখতে ভীড় করছে মানুষ।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাক ঢোল আর বাশিঁর সুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার পিছনে ঘোড়ার গাড়িতে দুই শিশু। এমন আয়োজন দেখতে পেরে খুশি সে এলাকার লোকজন।

ধূলজুরী গ্রামের কিশোর রিয়াদ জানান,লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি আগে দেখি নাই৷ স্কুল মাঠে এমন লাঠিখেলা দেখে অনেক ভালো লেগেছে।

ওই এলাকার বাসিন্দা রিটন মিয়া জানান, গ্রাম বাংলার এ লাঠিখেলা এখন বিলুপ্ত। এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই আনন্দদায়ক।

এ দুই শিশুর দাদা শামসুদ্দিন কবিরাজ জানান, সুন্নতে খাৎনার অনুষ্ঠানটি যাতে আমার নাতিরা মনে রাখতে পারে তাই এ ব্যতিক্রমী আয়োজন। তাছাড়া এই লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্য। পাশাপাশি এলাকার লোকজনও এগুলো দেখে আনন্দ পেল।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ