রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
হোসেনপুরে গাড়ির বডির বক্সের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
Avatar
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যান থেকে ৪৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব। গাঁজাসহ আটক মো. আ. রশিদ (৪৬) পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বুধবার (২৬ জুন) দুপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়ক দিয়ে গাঁজার চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চরপুমদী থেকে নতুন জেলখানা মোড় পর্যন্ত রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে র‍্যাব। এ রাস্তায় চলাচলকৃত গাড়ি তল্লাশি করে একটি পিকআপ ভ্যান তল্লাশি গাড়ির পিছনের বডির উপরে লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক আ. রশিদের দেহ তল্লাশি করে দুই হাজার নব্বই টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায় যে, সে জব্দকৃত ৪৪কেজি গাঁজা কিশোরগঞ্জের ভৈরব থেকে সংগ্রহ করে পাইকারি বিক্রয় করার জন্য ময়মনসিংহের গফরগাঁও এ নিয়ে যাচ্ছিল। আটক আ. রশিদেট বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ