শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
ভৈরব স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুমিল্লার যুবকের মৃত্যু
এসকে রাসেল
/ ১৫২ ভিউ
আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আল আমিন (৩৫) যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন কুমিল্লা জেলার মেঘনা থানার মানিকার চর দক্ষিণ পাড়ার মৃত বদি মিয়ার ছেলে। তিনি ভৈরবে চন্ডিবের পুলতাকান্দা এলাকার হেলাল উদ্দিনের মেয়ের জামাতা। আল আমিন পেশায় একজন হকার।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন আল আমিন। এসম তার পা পিছলে প্লাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে ট্রেনে কাটা পড়েন। কোমর ও পা থেঁতলে গিয়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে ভৈরবে চন্ডিবের পুলতাকান্দা এলাকার হেলাল উদ্দিনের কন্যা মুন্নীর সাথে আল আমিনের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে সুআইফ নামে দুই বছরে পুত্র সন্তান রয়েছে। আল আমিন সকালে মালামাল কিনতে ঢাকা যায়। ফেরার পথে সিলেটগামী কালনী ট্রেনে ভৈরব এসে পৌঁছামাত্র চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তিনি নিহত হন।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ