সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির অডিটর নির্বাচিত হলেন শাখাওয়াত
এসকে রাসেল
/ ৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ নির্বাচনে অডিটর পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী মীর শাখাওয়াত হোসেন। তিনি বিএনপি লীগপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে অডিটর পদে নির্বাচন করেন।

আইনজীবী মীর শাখাওয়াত হোসেন ২৯৯ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইনজীবী আবু সাদাত মো. সায়েম ২৫০ ভোট পেয়েছেন।

আইনজীবী মীর শাখাওয়াত হোসেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বড়খাল পাড় এলাকার ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. নজরুল ইসলামের ছেলের ছোট ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, সোমবার (৪ মার্চ) কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ