রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কটিয়াদীর নেতৃত্বে নিলয়-শফিক
এসকে রাসেল
/ ৯২ ভিউ
আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কটিয়াদী (ডুসাক)’ এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি (আংশিক) ঘোষিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী শোয়াইব আহমেদ নিলয় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যেই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে জানিয়েছেন।

ডুসাকের নব নির্বাচিত সভাপতি নিলয় বলেন, ‘ডুসাক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আলোকিত কটিয়াদী গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যহত থাকবে। ইতিমধ্যেই ‘ডুসাক’ কটিয়াদী উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের জন্য নানামুখি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ কটিয়াদী গড়া সহজ হবে।’

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থী কিংবা আর্থিক সমস্যায় যারা উচ্চ শিক্ষা অর্জনে বাধাগ্রস্ত হয় তাদের পাশে পূর্বের মতোই আমাদের সংগঠন পাশে থাকবে ইনশাআল্লাহ। এর প্রতিটি সদস্য একদিন সফলতার শিখরে আরোহন করে সাফল্যের জয়গানে মেতে উঠবে। আমাদের হাত ধরে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ কটিয়াদী গড়ে উঠবে। কটিয়াদী শিক্ষার্থীদের জন্য একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’ শিক্ষামুলক ও সেচ্ছাসেবী কাজেও ভূমিকা রেখে চলেছে এ সংগঠনটি।

এছাড়া, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি মাসিক দিকনির্দেশনামূলক সেমিনার, সহ-শিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর ও বনভোজন, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ প্রদান, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ঈদ পুনর্মিলনীসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ