রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
ডা. দীন মোহাম্মদকে বিএসএমএমইউয়ের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
এসকে রাসেল
/ ১১৭ ভিউ
আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। তিনি আন্তর্জাতিক মানের চক্ষু বিশেষজ্ঞ। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। তিনি তার মেধা, যোগ্যতা ও অসাধারণ গুণাবলী দিয়ে ইতোমধ্যে সারা দেশে বেশ সুনাম কুড়িয়েছেন।

দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডাঃ আলীম মেমোরিয়াল এ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক।

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মৌলভী মাহতাব উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া এলাকার মানুষের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করেছেন তিনি। এমনকি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে কয়েকশ’ রোগীকে ঢাকায় এনে ছানি ও লেন্স অপারেশন করিয়েছেন। গরীব ও অসহায় রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে তার কাছ থেকে সেবা পেয়েছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ