শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
সচেতন অভিভাবকের সন্তান কখনো বিপথগামী হয় না
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেছেন-“আপনার সন্তান কি করছে, কার সঙ্গে মিশছে নিয়মিত স্কুলে যাচ্ছে কী-না এসব বিষয়ে খোঁজখবর রাখবেন। সন্তানের এসব বিষয়ে খোঁজখবর রাখা অভিভাবক হিসেবে আপনার প্রধান দায়িত্ব”।

বুধবার সকালে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। শুধু স্কুলে পাঠিয়ে দিলেই আপনার দায়িত্ব শেষ না। ছেলেমেয়েদের সব বিষয়ে খোঁজ রাখা আপনার মূল দায়িত্বের মধ্যে পড়ে। সচেতন অভিভাবকের সন্তান কখনো বিপথগামী হতে পারেনা।

হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ আমীন উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঞা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মরহুম খায়রুন্নেছা-রেখা ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ