রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
ক্ষুদে শিক্ষার্থীদের টিফিনের টাকায় শতাধিক অসহায় মানুষ পেলো ঈদ উপহার
Avatar
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের শিশুকাল থেকে ‘মানবিকতা’ শিক্ষা দিতে, তাদের টিফিনের টাকায় ৬ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছে ডিলাইট কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা। এবার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

এসময় বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান, শিক্ষক সানিয়া আক্তার, মিতু আক্তার, স্থানীয় এলাকাবাসী মো. আঙ্গুর মিয়া, ইনছানুর রহমান, মোজাম্মেল হক ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬বছর ধরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ডিলাইট কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকার সাথে শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা মিলিয়ে প্রতিবছর অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণে’র ব্যাতিক্রমী আয়োজন করা হয়।

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে দুধ, চিনি, সেমাই, নুডুল, সাবানসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, ব্যাতিক্রমী এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে শিশুদের মানবিক ও পরোপকারী করে গড়ে তোলার জন্য ব্যাতিক্রমী এ আয়োজন। আগামী বছর আরপ বড় পরিসরে এই আয়োজন করতে সকল সহযোগিতা কামনা করি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ