রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
মরিচখালি বাজারে টিনের চাল খুলে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালি বাজারের ইরাজ ভূঁইয়া সুপারমার্কেটে গতকাল রোববার দিবাগত রাতে ‘সামাদ টেলিকম’ নামে একটি মোবাইলের দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা রাতে দোকান ঘরের টিনের চাল খুলে দড়ি দিয়ে বেয়ে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের ৪১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ক্যাশ বক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও বিশ হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড লুট করে নিয়ে আবার টিনের চাল দিয়ে পালিয়ে যায়।
মোবাইলগুলোর দাম ৭ লাখ টাকা হবে বলে দোকানের মালিক জানিয়েছেন।

দোকানের মালিক এরশাদ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো তার দোকানের কর্মচারী মোহাম্মদ হাসাইন রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। তিনি (এরশাদ) ফজরের নামাজ পড়ে সকালের দিকে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের শাটার ভেতর থেকে আংটা দিয়ে আটকানো।
তখনই তার সন্দেহ হয়। আংটা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দেখেন মোবাইলের তাক খালি। ক্যাশ বাক্স ভাঙ্গা। কাগজপত্র এলোমেলো পড়ে আছে। দোকানের পেছনে গিয়ে দেখেন উপরের একটি টিনের চাল খোলা।

এরশাদ উদ্দিন কান্না করে বলেন, ‘আমার সর্বনাশ হয়ে গেছে। দুইদিন পরে ঈদ। সবাই ঈদে আনন্দ করবে আর আমার এখন শোক।’

মরিচখালি বাজার বণিক ও ভিটমালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘বাজারের নিয়মিত পাহারাদার রয়েছে। কিন্তু এই চুরিটা অভিনব পদ্ধতিতে হয়েছে। উপরের টিন খুলে ঘরে প্রবেশ করার বিষয়টা শুনে আমরা তাজ্জব বনে গেছি।’ সাইদুর রহমান ধারণা দেন মধ্যরাতে, বিশেষ করে বারোটা থেকে দুইটার মধ্যে হয়তো কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে।

মার্কেটের মালিক ও গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া বলেন, তার মার্কেটে আরো একাধিক বার চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের সতর্ক থাকার দরকার ছিল। এছাড়াও বাজারে পাহারা আরো শক্তিশালী করার দাবি জানান তিনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে সকালেই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরেরা টিনের চালের স্ক্রু খোলার একটি ‘মার্তুল’ ও দড়ি ফেলে রেখে গেছে। আলামত হিসেবে এগুলো জব্দ করা হয়েছে। দোকানের মালিককে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। আশা করছি আমরা চোরকে ধরতে পারবো।’

সম্পর্কিত
ফেইসবুক পেইজ