রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
করিমগঞ্জে ৯৮ হত্যার পর পুরস্কৃত হত্যাকারী!
Avatar
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

৯৮ ইঁদুর নিধনকারী কৃষককে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসে কৃষক আব্দুল আউয়ালকে পুরস্কৃত করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হক।

‘ছাত্র-শিক্ষক কৃষক ভাই, ইঁদুর ধমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্ভোদন অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিফাত আলম জনি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুল মতিন, উপ সহকারী কৃষি অফিসার মো. তাজ উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে ৩৪ জন উপ-সহকারী কৃষি অফিসার ও ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

বক্তারা ইঁদুর নিধনের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও তথ্য ভিত্তিক আলোচনা করেন।

পুরস্কৃত ৩ জন কৃষকের মধ্যে নোয়াবাদের আবদুল আউয়াল, খামার দেহুন্দার হাফিজুল ইসলাম ও নজরুল ইসলাম।

কৃষক আব্দুল আউয়াল বলেন, ইঁদুরের উপদ্রবে সর্বসান্ত হয়ে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তাদের পদ্ধতি অবলম্বন করে ৯৮টি ইঁদুর মারতে সক্ষম হয়েছি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ