রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
তাড়াইলে চোরাই ৬ গরুসহ ৪ চোর গ্রেফতার
Avatar
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে ৬টি গরুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পুরুড়া বাজার এলাকা থেকে ৬টি গরু বোঝাইসহ একটি পিকআপ জব্দ করে পুলিশ।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, শনিবার (২৫ মে) সকালে জেলার তাড়াইল উপজেলার হরিগাতি এলাকার উছমান গনি তার লাল রঙয়ের একটি গাভী গরু এবং একটি লাল রঙয়ের বকনা বাছুর বাড়ির পশ্চিম পাশে মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য বেধে রেখে চলে যান। পরে দুপুর অনুমানিক ২টার দিকে মাঠে গিয়ে তিনি তার গরু দুইটি দেখতে না পেয়ে আশপাশ এলাকাসহ সম্ভাব্য স্থানে খোঁজা-খুজি করেন এবং এলাকায় মাইকিং করেন।

পরবর্তীতে আজ রোববার (২৬ মে) ভোর অনুমানিক ৫ টার দিকে উপজেলার পুরুড়া বাজার চৌরাস্তায় একটি গরু বোঝাই পিকআপ নান্দাইল চৌরাস্তার দিকে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে। এ সময় কয়েকজন আসামি কৌশলে পালিয়ে যায়। তখন পিকআপে উছমান গণির গরু ছাড়াও আরো ৪টি গরু ছিল।

এ ঘটনার খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাড়াইল উপজেলার পুরুড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আ. আওয়াল (৪৩), কবির উদ্দিন ভূইয়ার ছেলে জজ মিয়া (৪০), আঃ রাশিদ ভূইয়ার ছেলে সবুজ মিয়া (৫০) ও আ. রহিমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬)কে পুলিশ আটক করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরুগুলো চুরি করে এনেছে বলে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে তাড়াইল থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ