শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
কিশোরগঞ্জে মাসব্যাপি মশক নিধন শুরু
নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাসব্যাপী মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (৪জুন) সকালে পৌরসভার উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশে নরসুন্দা নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মাহমুদ পারভেজ।

কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে।

আজ পৌরসভার কার্যালয়, নরসুন্দা নদী, গুরুদয়াল মাঠ প্রাঙ্গণের আশেপাশে ফগার মেশিনে ঔষধ ছিটানো হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে।

এছাড়া ড্রেন, ঝোপ-জঙ্গল যেখানে মশার লার্ভা পাওয়া যাবে সেখানে ঔষধ দেওয়া হবে। এ কার্যক্রমে পৌরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র জানান কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ