শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
আজ বিশ্ব পরিবেশ দিবস, নানা আয়োজনে পালন করা হচ্ছে দিনটিকে
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ৭:০৭ পূর্বাহ্ন

আজ বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো হাতে নিয়েছে নানান কর্মসূচি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বৃক্ষরোপণসহ ভিন্ন ভিন্ন অনুষ্ঠানিকতায় বারণ করছে দিনটিকে।

এদিকে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম)।

বুধবার (৫জুন) সকালে সংগঠন দুটি যৌথ উদ্যোগে নরসুন্দা নদীর মুক্তমঞ্চ সংলগ্ন ওয়াকওয়েতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তারা নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা গড়ে তোলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পুকুর ভরাটকারীদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরিবেশ রক্ষা মঞ্চ পরম এর আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান ভূঞা, শিক্ষানুরাগী আইয়ুব আলী খান, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, এডভোকেট শেখ ফারুক আহাম্মদ, শিক্ষক হুমায়ুন কবির, এডভোকেট হুমায়ুন কবির, এম এ হাসান বাবুল, অধ্যাপক সাদেকুর রহমান, আলমগীর হোসেন, কবি ছায়দুল্লাহ, প্রভাষক মোহাম্মদ সেলিম ও প্রভাষক শহীদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ