রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৩:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলের দোকান ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার দিকে এই উপজেলা সদরের পুরাতন বাজারে এই ঘটনা ঘটে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি। তবে ফায়ার সার্ভিস জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা।

কটিয়াদী ফয়ার সার্ভিসেট ইনচার্জ আতিকুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা সদর বাজারে তেলের দোকান ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার দিকে কটিয়াদী পুরাতন বাজারের মেসার্স দেবনাথ রাধানাথ ট্রেডার্স নামের একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন আনে। এসময় দোকানে থাকা বিভিন্ন জ্বালানি তৈল, রাসায়নিক সার ও কীটনাশক পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা এতে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান ও উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ