রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
তাড়াইলে দুই লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
Avatar
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় দুই লাখ টাকা মূল্যমানের অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রিং ও কারেন্ট জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলার মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ হাজার ৩৮০ মিটার  অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২লাখ টাকার উপড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে অভিযানে সহায়তায় করে তাড়াইল থানা পুলিশের একটি দল।

উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত
জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। আজকের এ অভিযানে প্রায় ২ লাখ টাকার উপড়ে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ