কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালীমগাজি এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এন. নাহার আগামী দিনের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপন ও বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, গালীমগাজি এলাকায় আমাদের ২য় ক্যাম্পেইন চলছে। চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার চারা রোপন করা হবে।
আলোচনা শেষে রাস্তার পাশে ও পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ একশত গাছের চারা রোপন করা হয়। এছাড়াও উপস্থিত সাধারণ মানুষের মাঝে ২১৫টি চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোঃ তাজউদ্দিনের সভাপত্বিতে ও আশিকুল ইসলামর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মস্তোফা জামাল জনি। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সুলতান শামীম, নুরুল আমিন, ইউসুফ মিয়া, মোঃ সারোয়ার আলমসহ আরও অনেকেই।