বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
প্রস্তুতি সভা, এবার ইটনায় ২৯টি মন্দিরে দুর্গোৎসব পালিত হবে
Avatar
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার আমীর হাফেজ আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ কৌশিক দেবনাথ জয়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন এবং ইটনা আর্মি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা দেওয়া হয় -প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিতে হবে, মন্দিরের সামনে প্রশাসনসহ জরুরী দপ্তরের মোবাইল নাম্বার পোস্টারে ছাপিয়ে দিতে হবে, প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে দিতে হবে‌।

চলতি বছরে ইটনা উপজেলায় ৯টি ইউনিয়নে ২৯টা মন্দিরে সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে এমন তথ্য জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ