বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের মতবিনিময়
এসকে রাসেল
/ ৯৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর অফিসে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, প্রকৃত মুসলিম কখনো মন্দিরে হামলা করবে না। যারা মন্দিরে হামলা করে তারা হল দুষ্কৃতিকারী। সুতরাং তাদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।

কিশোরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আবু নাসের মোঃ নঈমের সঞ্চালনায় সভায় সদর উপজেলা আমির নজরুর ইসলাম, নায়েবে আমির আব্দুল হক, সেক্রেটারি মো. রুবেল, পৌর অমুসলিম শাখার সেক্রটারী কৃষ্ণ চন্দ্র বসাক, পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুম, জেলা ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতা পলাশ চন্দ্র সাহা, মৃদুল কামলী দেবনাথ, অনীল চন্দ্র সাহা, এডভোকেট সমরেশ চন্দ্র সাহা, বিকাশ চন্দ্র সাহা, কৃষ্ণ চন্দ্র বষাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ