কিশোরগঞ্জের করিমগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী এ সভায় সভাপতিত্বে সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত, করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম, সেক্রেটারী নাজিমুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান সানি, ইয়ামিন, আবু মুসা শান্তসহ সকল ইউপি চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ সরকার টিংকু, সাধারণ সম্পাদক অপু সেনসহ ১৬ টি পূজা মণ্ডপের কমিটি প্রধানগণ সভায় পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ডপ প্রতি ৫০০ কেজি চাল ও নগদ অর্থ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।