রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখা আজ দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী কিশোরগঞ্জ থেকে ঢাকার ১২০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা হারে বাস ভাড়া নির্ধারণের কথা। সেই হিসাবে ভাড়া হওয়া উচিত ২৬০-২৭০ টাকার মধ্যে। কিন্তু বর্তমানে ৩৬০-৪০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে একটি সিন্ডিকেট সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়। স্মারকলিপিতে দ্রুত সরকারি নিয়ম মেনে বাস ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সোহাগ মিয়া ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ সদর শাখার আহ্বায়ক মোমেন উদ্দিন জনি, সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা মারুফ আহমেদ, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য ফয়সাল এবং গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য আমিনুল ইসলাম।

এ বিষয়ে অভি চৌধুরী বলেন, “কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়ার এই অযৌক্তিক বৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াচ্ছে। এটি বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আমরা চাই প্রশাসন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভাড়া সবার নাগালের মধ্যে থাকে এবং যাত্রীদের ওপর চাপ না পড়ে।”

জেলা প্রশাসক ফৌজিয়া খান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

 

 

সম্পর্কিত
ফেইসবুক পেইজ