শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
হজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৪জন হাজী
নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ৬:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরা ৪ হাজীকে বহনকারী একটি মাইক্রোবাসের সাথে একটি লড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ দুর্ঘটনায় ৪ হাজীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ জুন) সকাল পৌনে ১০টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঢাকা থেকে ৪জন হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি উপজেলার নারায়নডহর বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।এ সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন হাজী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একজন হাজীর অবস্থা গুরুত্বর হওয়ার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

গাড়িতে থাকা আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের ৪ জনের বাড়িই কিশোরগঞ্জ সদর উপজেলায়। সেই সুবাধে ৪ জন এক মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ২ জন বাদে বাকিরা তেমন আহত হননি বলেও জানান তিনি।

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. মিঠুন এ দুর্ঘরনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ