রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
ইটনায় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের সাথে ইউপি চেয়ারম্যানদের বৈঠক
Avatar
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার এর সাথে ইউপি চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা ডাক বাংলোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম, জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ মিয়া, বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাত্তার হোসেন, চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবু মিল্কি এবং এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল হোসেন।

বৈঠকে সেনাবাহিনী ক্যাপ্টেন আজমাইন আবরার উপজেলার সার্বিক খোঁজখবর নেন এবং উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইউপি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সেনাবাহিনী জিরো টলারেন্সে আছে বলে তিনি মন্তব্য করেন। এসময় ইউপি চেয়ারম্যানরা তাদের এলাকার সার্বিক বিষয় তুলে ধরেন।

উল্লেখ্য, ইটনা উপজেলায় সেনাবাহিনী দায়িত্বে আসার পর মাদক ব্যবসায়ী আটকসহ বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর টহল টিম কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ