নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে ৯৮৩ পিচ ইয়াবাসহ মোঃ ইমরান মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার (১২মে) সকাল ১১ টার দিকে বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি থেকে গাড়ি তল্লাশীর সময় তাকে আটক করা হয়।
জানা যায়, মোঃ ইমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের আ: সোবহানের পুত্র।
র্যাব-১৪ সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত হতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ এলাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করার সময় মোটরসাইকেলটিকে থামার নির্দেশ দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে তল্লাশী করলে ৯৮৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় আটককৃত ইমরানের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল, নগদ ৫ হাজার ৪ শত টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মোঃ আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।