শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে যুব কার্যক্রমে অবদান রাখায় ৮ গুণীজনকে সম্মাননা প্রদান
তোফায়েল আহমেদ
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ২:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জের যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ৮ গুণীজনকে সম্মাননা, গাছের চারা রোপন ও বিতরণ করেছে আদর্শ যুব সংস্থা নামের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার বিকেলে (১৩ জুলাই) কিশোরগঞ্জ নীলগঞ্জ রোডের গোয়ালাপাড়ায় অবস্থিত আদর্শ যুব সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জেড এ সাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূঁইয়া হিরো, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান, মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.রশিদ তোতা মিয়া। মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য কামাল মিয়া, যুবলীগ নেতা জামাল মিয়া, সমাজ কর্মী আতিকুর রহমান গাজী।

যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা যুব সংগঠক আমিনুল হক সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন আদর্শ যুব সংস্থার সভাপতি মুহিবুল হাসান, সহসভাপতি রফিকুল ইসলাম, আলম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহাম্মদী, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হৃদয় মিয়া ও নাজিম উদ্দিন ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ৮ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলা যুব উৃন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জেড এ সাহাদাৎ হোসেন, সহকারী পরিচালক মো: কামাল হোসেন, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম মিয়া, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূঁইয়া হিরো, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল হক সাদী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.রশিদ তোতা মিয়া,ইউপি সদস্য মো: কামাল মিয়া ।

আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা যুব সংগঠক আমিনুল হক সাদী জানান, আমাকে সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখায় এবং জেলায় যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় যুব সংগঠক সম্মাননা-২০২৪ প্রদান করায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ ৮ জনপ্রতিনিধিদেরকে সম্মাননা দেয়ায় সংগঠনটিও আদর্শ হয়ে রইলো। শুধু তাইনা তারা এলাকায় জনগণের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপন করায় প্রশংসনীয় কার্যক্রমসহ গোয়ালাপাড়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করায় ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে আদর্শ যুব সংস্থার দায়িত্বশীলগণ, বিভিন্ন যুব সংগঠনের প্রধিনিধিগণ,জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত
ফেইসবুক পেইজ