শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
করিমগঞ্জে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেলো মা-ছেলের
হাবিবুর রহমান বিপ্লব করিমগঞ্জ প্রতিনিধি
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

সন্ধ্যায় মায়ের সাথে ঘুমিয়ে ছিলেন ঘরে মধ্যে রাতে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেলো মা-ছেলের। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিয়ামতপুর হাজি পাড়া ঘোনার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

নিহত ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী মোছা. রুপ তারা ও তার পাঁচ বছর বয়সী ছোট ছেলে তাইজুল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচন্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে কৃষক আ. কাইয়ুম এর দু চালা টিনের বসত ঘরে রঙ্গিলা কাঠ গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙ্গে আ. কাইয়ুম এর ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী মোছা. রুপ তারা এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। স্ত্রী রুপ তারাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ তারাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা রুপ তারার মা আহত হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ