শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
কটিয়াদীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন
আমিনুল ইসলাম কটিয়াদি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ২:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কটিয়াদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমানসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ২২০০ জন কৃষকের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যে খরিপ-১ মৌসুমে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। একই সময়ে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় প্রায় ১৭ লক্ষ টাকা ভর্তুকি মূল্যে ধান কাটার একটি হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন অতিথিরা।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ