রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
গচিহাটা স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
Avatar
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়া চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে বৃহস্পতিবার (৬ মে) রাত ৮টার দিকে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাইনচ্যুত চাকা লাইনে উঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ