চতুর্থ ও শেষধাপে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রেজাউল হক কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার হাজার ৯৮২ ভোট।
বুধবার (৫ জুন) দিনগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
জেলার ভৈরব উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪৮ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আবুল মনসুর। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীক নিয়ে ৩২ হাজার ৪২৫ ভোট পেয়েছেন।
এছাড়া জেলার কুলিয়ারচর উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত সোমবার (২০ মে) রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর তাকে বিজয়ী ঘোষণা করেন।
চতুর্থ ও শেষধাপের নির্বাচনে কিশোরগঞ্জের এ তিন উপজেলায় ভোট পড়েছে মাত্র ২৭ দশমিক ৩২ পার্সেন্ট। তার মধ্যে বাজিতপুর ২৬ দশমিক ৭৩ পার্সেন্ট, ভৈরবে ৪৩ পার্সেন্ট ও কুলিয়ারচরে ১২ দশমিক ২৩ পার্সেন্ট।