রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
ভৈরবে সার্ভিস লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ!
হৃদয় আজাদ
/ ৩৭ ভিউ
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে সার্ভিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিনুর (৪০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদ মিয়া (৪৫) নামে অপর আরেক বিদ্যুৎকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের সহকর্মীদের দাবি, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো বিদ্যুৎ শ্রমিকদের অসাবধনতাকেই দায়ী করছেন ভৈরব পিডিবির নির্বাহি প্রকৌশলী মোঃ সালাউদ্দিন। আজ রবিবার সকাল পৌনে নয়টায় পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর যশোর জেলার কেশবপুর থানাধীন মন্ডারখোলা টিটা বাজিতপুর গ্রামের হযরত আলীর ছেলে এবং আহত শহিদ মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ভৈরবের নিউটাউন এলাকায় অবস্থিত ভৈরব বাজার-৩ বৈদ্যুতিক লাইন মেরামত করার জন্য কয়েকজন বিদ্যুৎকর্মী মেইন লাইন বন্ধ কাজ শুরু করে। এর কিছুক্ষণ পরেই পিলারে থাকা দুই লাইনম্যান শাহিনুর ও শহিদ বিদ্যুৎপৃষ্ট হন। পরে অন্যান্য সহকর্মী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর কে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত শহিদ মিয়াকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে গাফিলতির অভিযোগ অস্বীকার করে বিক্রয় ও বিতরণ বিভাগ (পিডিবি) ভৈরবের নির্বাহি প্রকৌশলী মোঃ সালা উদ্দিন জানান, লাইনম্যানের অসাবধনতার কারণেই এ ঘটনা ঘটেছে।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত উল্লাহ’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি কিশোরগঞ্জ প্রেসকে জানান, এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনো কোন গাফলতির কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ