শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
পথচারী রোজাদারদের জন্য কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের ব্যতিক্রমী উদ্যোগ
এসকে রাসেল
/ ৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন

রমজানে পথচারী রোজাদারদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজান থেকে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক শোলাকিয়া সেতুতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেখা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক শোলাকিয়া সেতুতে ইফতারের প্যাকেট ও পানির বোতল সাজিয়ে রোজাদারদের জন্য ইফতারের পূর্বে অপেক্ষায় রয়েছেন একদল তরুণ। পথচারী, রিকশাচালক বা সমাজের যেকোনো পর্যায়ের মানুষ এখান থেকে ইফতার নিতে পারছেম। স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স রোজাদারদের ইফতারের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি সপ্তাহের তিনদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ইফতার বিতরণ করবেন। সাত পদের ইফতার সামগ্রীতে সাজানো প্রতিটি প্যাকেটে রয়েছে, খেজুর, ছোলা, জিলাপী, তরমুজ, মুড়ি ও পেয়াজু। এছাড়াও রয়েছে পানির বোতল। কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের তরুণ স্বেচ্ছাসেবীরা অর্ধশত প্যাকেট ইফতার তৈরি করে নিজেরাই পৌঁছে দেন রোজাদারদের কাছে।

সংগঠনটির উদ্যোক্তা মোজাহিদুল ইসলাম বলেন, সবাই মিলে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই বিগত চার বছর ধরে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। নিজেদের ব্যক্তিগত টাকায় আমরা কাজ করে থাকি। আমাদের সঙ্গে মাহমুদুল হাসান, ওমর নাসিফ, ওমায়ের আরাফ, মাহবুব আল হাসান ফাওজান সহ অনেক সেচ্ছাসেবীরা অনেকেই কাজ করছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ