কিশোরগঞ্জে মাসব্যাপি মশক নিধন শুরু
কিশোরগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাসব্যাপী মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার (৪জুন) সকালে পৌরসভার উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশে নরসুন্দা নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মাহমুদ পারভেজ।
কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে।
আজ পৌরসভার কার্যালয়, নরসুন্দা নদী, গুরুদয়াল মাঠ প্রাঙ্গণের আশেপাশে ফগার মেশিনে ঔষধ ছিটানো হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে।
এছাড়া ড্রেন, ঝোপ-জঙ্গল যেখানে মশার লার্ভা পাওয়া যাবে সেখানে ঔষধ দেওয়া হবে। এ কার্যক্রমে পৌরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র জানান কার্যক্রম চলমান থাকবে।
সম্পর্কিত
ফেইসবুক পেইজ