শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
তাড়াইলের ট্রলি চালক হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৯:৪৭ পূর্বাহ্ন

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় কবরস্থানের মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে উজ্বল মিয়া (৪০) নামে এক ট্রলি চালক হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপতার করেছে র‍্যাব।

সোমবার (১৮ মার্চ) বিকেলে জেলার নিকলী উপজেলার জারইতলা এলাকা মামলার এক নাম্বার আসামি আকরাম হোসেন ওরফে হাছু(২৯) কে গ্রেফতার করা হয়। একই দিন রাত ১১ টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলার কাঠালিয়া এলাকা আক্কাস মিয়া(৩৫)কে গ্রেফতার র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার আকরাম হোসেন ওরফে হাছু তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকার ফারুক আহম্মেদ ওরফে চন্দু মেম্বারের ছেলে ও আক্কাস মিয়া একই এলাকার মো. শহীদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের দিকে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায় মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে গত বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় ট্রলি চালক ভিকটিম উজ্জল মিয়া(৩৫) মসজিদ হইতে বাড়ী ফেরার পথে ১নং আসামি আকরাম হোসেন ওরফে হাছু এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছা মাত্রই পূর্ব হইতে সকল আসামিরা রাম দা, বল্লম, শাবল,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ভিকটিমের পথরোধ করে। ২নং ও ৪নং আসামির হুকুমে ১নং আসামি আকরাম হোসেন ওরফে হাছু এর হাতে থাকা ধারালো রামদা দিয়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ করে কুপ
দিয়ে রক্তাক্ত জখম করে এবং অন্যান্য আসামিরা তাকে এলোপাথারী পিটিয়া মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে ভিকটিমের আত্নীয় স্বজন ও সাক্ষীগণ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই সোগাগ মিয়া(২৯) বাদি হয়ে তাড়াইল থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর আসামিরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানার চেষ্টা করে। পরে গতকাল সোমবার (১৮ মার্চ) বিকেলে জেলার নিকলী উপজেলার জারইতলা এলাকা মামলার এক নাম্বার আসামি আকরাম হোসেন ওরফে হাছুকে এবং একই দিন রাত ১১ টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলার কাঠালিয়া এলাকা আক্কাস মিয়াকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায় মো. আশরাফুল কবির জানান, হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ