শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
তাড়াইলে আগুনে পুড়লো দুই ভাইয়ের দুই বসতঘর
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার(২৮মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের কারংকা পাছপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কারংকা পাছপাড়া গ্রামে জাহেদ আলীর দুই ছেলে খোকন মিয়া ও বাবুল মিয়ার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খোকন মিয়া ঢাকায় রিকসা চালিয়ে জিবীকা নির্বাহ করে এবং বাবুল মিয়া ভূগর্ভস্থ বালু উত্তোলনে লেবারের কাজ করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। ঘটনার সময় দুই ভাইয়ের মধ্যে কেউ বাড়ীতে ছিলেন না।

খোকন মিয়ার স্ত্রী জানান, দুপুরে আমার শিশু বাচ্চা ঘরে ঘুমিয়ে ছিল। আমি এবং আমার জা প্রতিবেশির বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমাদের দুইটি ঘরে আগুন জ্বলছে। তাড়াহুরা করে আমার শিশু বাচ্চাকে ঘর থেকে বের করে আনি। আমাদের পড়নের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। ফ্রিজ, টিভিসহ নতুন তোলা ঘরটির সবকিছু আগুনে ছাই হয়ে গেছে।

ওই এলাকার জাতীয় পার্টির নেতা ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে এলাকাবাসী মিলে আগুন নেভানোর কাজ করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে একটু দেরিতে হলেও ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় দুটি পরিবারের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে পোড়া দুইটি পরিবারের মাঝে ৫ হাজার করে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ