শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
তাড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:৪০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল ১০টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেনের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ক্ষতিকর, এরদ্বারা ক্ষতি ছাড়া এক শতাংশ উপকার হওয়ার কোন সুযোগ নেই। তাড়াইলে তামাক মুক্ত ও নিয়ন্ত্রনে রাখতে সরকারি সকল দপ্তরের পাশাপাশি সুশিল সমাজকে এগিয়ে আসার আহবানও জানান বক্তারা।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ