রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
গাংধোয়ারচর স্পোটিং ক্লাবের উদ্যোগে মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
এসকে রাসেল
/ ৫০৬ ভিউ
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর স্পোটিং ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল খেলার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গাংধোয়ারচর ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইলে নির্ধারিত সময়ে গোল শূন্য থাকে। পরে টাইব্রেকারে গাংধোয়ারচর একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় চরফরাদী একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন চরফরাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।

ভিপি কামাল উদ্দিন

চরফরাদী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মো. দেলোয়ার হোসেন, বরাটিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শাহীন মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. শাহ আলম, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামাল ফারাবী, সৌদি আরব প্রবাসী মো. বোরহান উদ্দিস বাদশা, হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. আতিকুর রহমাদ আতিক প্রমুখ।

খেলায় বিজয়ী দলকে ১টি আকর্ষণীয় এল.ই.ডি টিভি ও পরাজিত দলকে ১টি স্মার্ট ফোন উপহার দেয়া হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ