রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
পাকুন্দিয়ায় সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের বৃত্তি পেলো ৮৫ শিক্ষার্থী
আমিনুল ইসলাম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আ.জ. মো. আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা নাছিরুল হক, একাডেমিক সুপারভাইজার শারফুল আলম, জাঙ্গালিয়া ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম,পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়ার উদ্দিন চুন্নু প্রমুখ।

এ ছাড়াও সোনালী সপ্ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মো: সেলিম আহমেদ,সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক, কোষাধ্যক্ষ মো: আশরাফুল আলমসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩০০ শিক্ষার্থী। এতে বৃত্তি পেয়েছে ৮৫ জন। এর মধ্যে ১৮জন টেলেন্টপুল ও ৬৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ