রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
ইকবাল লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
এসকে রাসেল
/ ১০২ ভিউ
আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ২:১৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ৫ হাজার ৩৫৭ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নুরুজ্জামান ইকবাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুতে এই ইউনিয়নে আজ শনিবার (৯ মার্চ) উপনির্বাচন হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৮৪ জন। সর্বমোট ভোট পড়েছে ১২ হাজার ৭৪২। ভোটের হার ৬৭.১২ শতাংশ।

নির্বাচন মোটরসাইকেল প্রতীক নিয়ে নুরুজ্জামান ইকবাল পেয়েছেন ৫৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ সাইফুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪০৭ ভোট। এছাড়া মো. মনির হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৪৩ ভোট, মো. মুছা মারুয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭১ ভোট ও কামরুজ্জামান ভূয়া অটোরিকশা প্রতীক নিয়েছেন ৬৪ ভোট।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ