বাজিতপুরের সরারচরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ
সারাদেশের মতোই তাপদাহে পুড়ছে কিশোরগঞ্জ। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল নষ্ট হচ্ছে। এমন অবস্থায় বৃষ্টি জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলার বাজিতপুর উপজেলায় উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেনে বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী।
নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। নামাজে এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।
মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের উপর যাতে রহমত বর্ষিত করে সেই কামনায় দোয়া করা হয়েছে।
সম্পর্কিত
ফেইসবুক পেইজ