শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
বাজিতপুরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুর ট্রেন আটকে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেন আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীর। ২ ঘণ্টা পরে অবরোধ তুলে নিলে ট্রেনটি কিশোরগঞ্জে আসে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনটি জেলার বাজিতপুর স্টেশনে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা ট্রেনটি আটকে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আসে। তবে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসো বিজয় এক্সপ্রেস ট্রেনটি জেলার ভৈরব স্টেশনে এসলে আন্দোলনের কারণে ভৈরব স্টেশনেই এই অবস্থান করছে। ধারণা করা হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন থেকেই ফিরে যাবে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করে মিছিল করেছে। কিশোরগঞ্জ শহরে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ প্রায় অধশত লোক আহত হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ