কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছে। বিষয়টি তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা সন্তান, নাতি-নাতনী এবং অসংখ্য গুনগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার পরিবার ও স্থানী সূত্রে জানা গেছে, ফরহাদ আহমেদ চৌধুরী একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী, দেশপ্রেমিক ব্যক্তিত্ব ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বৃহত্তর ময়মনসিংহে ভাসানী ন্যাপ এর জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে ভাসানী ন্যাপ বিলুপ্তির আগ পর্যন্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য ছিলেন। ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা- অস্ট্রগ্রাম-মিঠামইন) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়াও তিনি বিলুপ্ত ‘দৈনিক আজকের গণশক্তির’ সম্পাদক ও প্রকাশক ছিলেন।