গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে সম্পন্ন হয়।
তিনদিনের প্রাথমিক ভর্তির কার্যক্রম শেষে জানা যায়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ১০৪ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ২৭ জন, গনিত বিভাগে ২৬ জন, সিএসই বিভাগে ২৭ জন এবং হিসাববিজ্ঞান বিভাগে ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার স্বপ্নীল বিশ্বাস জানান, বিভিন্ন বিভাগে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর এখনো ১৬ টি আসন ফাঁকা রয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ৪ টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- ইংরেজি, গণিত, সিএসই এবং হিসাববিজ্ঞান। প্রত্যেক বিভাগে ৩০ টি করে সর্বমোট ১২০ টি আসন রয়েছে। এবার ১২০ টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১০১৯ টি।
এর আগে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) অনুষদের পরীক্ষা ২৭ এপ্রিল, ‘বি’ ইউনিট (মানবিক) অনুষদের পরীক্ষা ৩ মে ও ‘সি’ ইউনিট (বাণিজ্য) অনুষদের পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি জানান এবার নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।