রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা
Avatar
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচ্য “প্রত্যয়” স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

আজ সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে যান। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস, পরীক্ষা, ল্যাব বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষকরা বলেন, বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ঘোষিত কর্মসূচির সাথে বরাবরের ন্যায় একাত্মতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৩ই মার্চ ২০২৪ তারিখে অর্থমন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন (এস.আর.ও নং-৪৭-আইন/২০২৪) জারি করে স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা বা তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহকে বাধ্যতামূলকভাবে সর্বজননীন পেনশন ব্যবস্থা ‘প্রত্যয়’ স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ১লা জুলাই ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে যাঁরা চাকরিতে নতুন যোগদান করবেন তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুন চাকরিজীবীদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।

আলোচ্য প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়ে ওঠে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা বিবৃতি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতিও পালন করেন৷ গত ২৮ই মে এবং ২৫ থেকে ২৭ই জুন অর্ধদিবস ও ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ