রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
 “পদক্ষেপ” এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১:১২ অপরাহ্ন

৫ অক্টোবর কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সামাজিক সংগঠন “পদক্ষেপ” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া বলে জনিয়েছেন আয়োজকরা।

ক্যাম্পেইনটির আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ বলেন, “পদক্ষেপ” শুরু থেকেই সমাজের কল্যাণে কাজ করে আসছে। এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ছিল তাদের অন্যতম উদ্যোগ, যার মাধ্যমে তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। ক্যাম্পেইনের পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা এবং মানবসেবায় এর গুরুত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আলোচনা করা হয়। আহ্বায়ক আরও জানান, কিশোরগঞ্জে রক্তদানের সুবিধা অপ্রতুল এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা একটি রক্তদাতা ডেটাবেস তৈরির পরিকল্পনা করছেন, যা স্থানীয়ভাবে জরুরি সময়ে রক্ত সরবরাহ করতে সহায়ক হবে।

ক্যাম্পেইন পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন যুগ্ম আহ্বায়ক সাদিক আহমাদ এবং সদস্য সচিব সোহানুর রহমান সোহান। তাঁদের পাশাপাশি এই উদ্যোগে বিশেষ ভূমিকা রাখেন সদস্য আতিকুর রহমান মুজাহিদ, মুজাহিদুল হক নৌশেল, মোহাম্মদ জিসান, কাউছার আহমাদ এবং আরও অনেকে। সকলে মিলে ক্যাম্পেইনটি সফল করতে নিরলসভাবে কাজ করেছেন।

উক্ত অনুষ্ঠানে “পদক্ষেপ” এর উপদেষ্টা পরিষদের সদস্য আশরাফ আলী সোহান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্র ছাত্রদের পড়ালেখায় সহায়তা এবং ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে থাকি।”

আশরাফ আলী সোহান আরও বলেন, “আমাদের সমাজে রক্তের অভাবে অনেক জীবন ঝুঁকিতে পড়ে। আমরা চাই রক্তদান নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাক এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেক মানুষকে রক্তদানে উৎসাহিত করতে পেরেছি।” তিনি জানান, “পদক্ষেপ” ভবিষ্যতে এই ধরনের আরও জনকল্যাণমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ এবং মাওলানা ওয়ালিউল্লাহ, যাঁরা এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের যেকোনো কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। মুফতি জোবায়ের আহমাদ বলেন, “এই ধরনের সামাজিক উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবসেবায় উজ্জীবিত করে এবং সমাজে সুস্থ ধারার চর্চা করে। আমরা চাই ‘পদক্ষেপ’ তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজে আরও বৃহৎ ভূমিকা পালন করুক।”

স্থানীয় অনেকেই এই ক্যাম্পেইন নিয়ে প্রশংসা করেন এবং “পদক্ষেপ” এর কার্যক্রমে খুশি হন। তরুণদের মাঝে রক্তদানে উৎসাহ ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগকে একটি যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। “পদক্ষেপ” এর এই কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নাগরিকরাও এ ধরনের উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, “পদক্ষেপ” ইতিপূর্বে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ