শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
পুলিশি অভিযানে তিনদিনের মধ্যেই মায়ের কোলে ফিরল শিশু নূর মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজার থেকে অপহরণের শিকার ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ মে) বিকালে লালমনিরহাট জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এছাড়া শিশুটিকে অপহরণের সঙ্গে যুক্ত গার্মেন্ট কর্মী প্রীতি আক্তার ও আতিকুল ইসলাম আতিক (২৪) নামে এক রডমিস্ত্রীকে আটক করা হয়।

অপহরণের শিকার শিশু নূর মোহাম্মদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিপড়াদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। তার মা লিপি আক্তার শান্তার সরারচর বাজারে নিজের বিউটি পার্লারে কাজ করেন।

অপহরণকারী গার্মেন্টস কর্মী প্রীতি আক্তার (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনু মিয়ার মেয়ে ও গার্মেন্টস কর্মী আতিকুল ইসলাম রড মেস্তরী (২৪) লালমনিরহাট জেলার সদর উপজেলারর মোস্তাফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (১৫ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরে শিশুটিকে তার মা লিপি আক্তার শান্তার কোলে তুলে দেন পুলিশ সুপার। এসময় আটক হওয়া দুইজনকে কিশোরগঞ্জ নিয়ে আসে পুলিশ।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহীন সরদারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে প্রীতি আক্তার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনুর মেয়ে এবং আতিকুল ইসলাম আতিক লালমনিরহাট সদর উপজেলার মোস্তুফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ