রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে কিশোরগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন
Avatar
আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপম কুমার রায় তুপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি নাহিদুল ইসলাম।

এর আগে একই দাবিতে বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পলিটেকনিক শাখা ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি দেলোয়ার হোসেন পিয়াস। এতে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাকরিম আহমেদ সাদিফ, আশফাকুর রহমান রিনাদ প্রমুখ।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে দুই প্রতিষ্ঠানের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ