ঈদুল আজহায় শোলাকিয়ার মুসল্লিদের জন্য ২টি বিশেষ ট্রেন
আসন্ন ঈদুল আজহায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের মুসল্লিদের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে আসা-যাওয়া করবে শোলাকিয়া ঈদ স্পেশাল দুটি বিশেষ ট্রেন।
শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে’ এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ ময়দানে প্রতিবছর ঈদের জামাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করে থাকেন। প্রায় ২৫০ বছরের পুরোনো এ ঈদগাহ ময়দান।
সম্পর্কিত
ফেইসবুক পেইজ