সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে পানিতে ডুবে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হাওরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডুবুরী দলের সহায়তায় ঘটনাস্থলের কিছুদূর থেকে তার মরদেহ উদ্ধার করে করা হয়।
নিহত মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন (৪০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার দুইটি ছেলে সন্তান রয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩০ সদস্যের একটি দল বিলাসী হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে টাঙ্গুয়ার সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করতে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি তোলার একপর্যায়ে ডুবে যান আলী হোসেন। পরে শুক্রবার বিকেল ৪টার দিকে জীবনের মৃত দেহ উদ্ধার করে ডুবুরি দল।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
নিহতের ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনের লোকজনের আমাদেকে ফোন করে বলেছে টাঙ্গুয়ার হাওরের পানিতে ডুবে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছি।