কিশোরগঞ্জে একটি স্যানিটারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মার্চ) পৌনে ৯টার দিকে শহরের মোরগ মহলের দেবেন্দ্র স্যানিটারি নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে দোকানের চার লাখ টাকার মালামাল পুড়ে যায়। দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে আমাদের স্টেশনে খবর আসে শহরের মোরগ মহলের অপজিটে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আশপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। ২২টি হোজ দিয়ে দূর থেকে পানি এনে কাজ করতে হয়েছে তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। শহরে পানির অভাবে যেকোনো সময় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারে। ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে।
দোকানের মালিক দ্রেবেন্দ চন্দ্র সরকার জানান, দোকান বন্ধ করে বাসায় যাওয়া পরেই শুনতে পাই দোকানে আগুন লেগেছে। দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে প্রায় চার লাখ টাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বেশিরভাগ মালামালই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে।