রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
নানা আয়োজনে কিশোরগঞ্জে উদ্‌যাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
Avatar
আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ২:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ পৌরসভাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারী সকল বীর মুক্তিযোদ্ধাগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।

এ উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ